ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহাসড়কের পাশে মিলল গলায় গামছা পেঁচানো মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
মহাসড়কের পাশে মিলল গলায় গামছা পেঁচানো মরদেহ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশ থেকে গলায় গামছা পেঁচানো অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পেয়েছে পুলিশ।

শনিবার (৭ জানুয়ারি) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কে কবিরপুর গোলাম নবী হাফিজিয়া মাদরাসার পাশ থেকে মরদেহ পেয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মণ্ডল বলেন, সকালে সড়ক দিয়ে যাওয়ার সময় মরদেহ পরে দেখতে পান স্থানীয়রা। পরে থানায় জানানো হলে ঘটনাস্থলে এসে মরদেহ থানায় নিয়ে আসা হয়। মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। নিহতের গলায় গামছা পেঁচানো ছিল।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাস রোধ করে হত্যার পর ফেলে রেখে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
এসএফ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।