ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষককে কুপিয়ে হত্যা

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে মো. মোজাহার মোল্লা (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (০৭ জানুয়ারি) সকালে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে ওই কৃষকের বাড়িতে এসে কুপিয়ে হত্যা করা হয়।

এ সময় প্রতিপক্ষের হামলায় নিহতের সাত স্বজন আহত হয়েছেন।

নিহত মো. মোজাহার মোল্লা আলিপুর গ্রামের প্রয়াত জোনাব আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমিজমা ও স্থানীয় আধিপত্তসহ বিভিন্ন বিষয় নিয়ে ওই এলাকার মোল্লা ও শেখ এই দুই বংশের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, প্রতিপক্ষরা মোজাহার মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর আহত করেন। বেলা সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোজাহারকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।