ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

মেঘনায় ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৯ জেলের জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
মেঘনায় ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৯ জেলের জরিমানা 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের মেঘনা নদীতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৩ লাখ ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য প্রশাসন। এ সময় ৫ কেজি জাটকাসহ ৯ জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১১ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন।  

শনিবার (৭ জানুয়ারি) দুপুর ২ টা থেকে রাত ৮ পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্পটে এ যৌথ অভিযান চালানো হয় বলে জানায় মৎস্য প্রশাসন।  

অভিযানে চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদফতরের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব দাস, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামান এবং মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা অংশ নেন।  

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মেঘনা নদী থেকে জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত মাছগুলো এতিম খানায় দেওয়া হয় এবং ৯ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।