ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু ইজিবাইক চালক মিজান

কক্সবাজার: কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মিজানুর রহমান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে শহরের প্রধান সড়কের আলী জাহান এলাকার সাবমেরিন স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খন্দকার পাড়ার আনসার উল্লাহর ছেলে।

নিহতের মামা ইজিবাইক চালক মোহাম্মদ হোসেন জানিয়েছেন, তিনি এবং তার ভাগিনা মিজান কক্সবাজার শহরে ইজিবাইক চালান। শনিবার রাত ১০টার দিকে ভাগিনাকে সঙ্গে নিয়ে শহরের ভোলা বাবুর পেট্রোল পাম্প থেকে যাত্রী নিয়ে কক্সবাজার সদর উপজেলা গেইটে ইজিবাইক গ্যারেজে ফিরছিলেন। যাত্রীরা শহরের কালুর দোকান এলাকায় নেমে যান। তারা দুই জন সাবমেরিন স্টেশন এলাকায় পৌঁছলে পাঁচ জন যুবক গতিরোধ করে মিজানের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় মিজান একজনকে ধরে ফেলেন। সঙ্গে থাকা অন্যরা মিজানকে ছুরিকাঘাত করে তাকে ছিনিয়ে নেন। আহত মিজানকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এসবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।