ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

পরিবারের সঙ্গে অভিমান, স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
পরিবারের সঙ্গে অভিমান, স্কুলছাত্রীর আত্মহত্যা

বরিশাল: পরিবারের সঙ্গে অভিমান করে লাবনী আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (০৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

লাবনী বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের দিনমজুর আলহাজ্ব সরদারের মেয়ে। সে ওই উপজেলার সেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।

হাসপাতাল কম্পাউন্ডে নিহতের স্বজনরা জানান, রোববার দুপুরে পরিবারের সঙ্গে অভিমান করে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় লাবনী। তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে সে (লাবনী) পরিবারের সঙ্গে অভিমান করেছে তা জানাতে পারেননি স্বজনরা।

গৌরনদী মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।