ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত  প্রতীকী ছবি

নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় হৃদয় শাহ (২৮) নামে সাবেক এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।  

সোমবার(৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার জাকেরগঞ্জ এলাকার পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রহিম শেখ জানান, চালক হৃদয় শাহ মোটরসাইকেল যোগে শহরের উদ্দেশে আসার পথে রেললাইন অতিক্রম করছিল। এ সময় পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়।  এতে চালকসহ মোটরসাইকেল ছিটকে পাশের ডোবায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

পরিবারের দাবি, মোটরসাইকেলের আরেক আরোহী নিহতের স্ত্রী রওনক জাহান (২৬) এ ঘটনায় আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

নিহত হৃদয় শাহ নীলফামারী জেলার সদর উপজেলার ঘাটেরপাড় গ্রামের মোকছেদুল হকের ছেলে। বছর খানেক আগে ডোপ টেস্টে চাকরি হারান হৃদয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।