খাগড়াছড়ি: রাঙামাটির সাজেকে ভয়াবহ আগুন লেগেছে। এতে বেশ কয়েকটি কটেজ-রেস্তোরাঁ পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। রুইলুই পাড়ায় অবস্থিত মনটানা রেস্তোরাঁসহ আশপাশে আগুন ছড়িয়ে পড়েছে।
আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, তারা দুপুর ১টা মিনিটে আগুনের খবর পায়। সাজেকে কোনো ফায়ার স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট ২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মাটিরাঙ্গা স্টেশনের দুটি, লংগদু স্টেশনের দুটি, পানছড়ি ফায়ার স্টেশনের দুটি, খাগড়াছড়ি সদরের একটি, রামগড় হতে একটি একং লক্ষীছড়ি ফায়ার স্টেশন হতে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা করেছে।
আনোয়ারুল ইসলাম দোলন আরও জানান, দুর্গম রাস্তা হওয়ায় পৌঁছাতে সময় লাগছে। দুর্ঘটনাস্থলে পানি সংকট রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এজেডএস/এডি/এসএএইচ