ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ইটভাটা-হাসপাতালকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
না.গঞ্জে ইটভাটা-হাসপাতালকে জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে তিন ইটভাটা এবং হাসপাতালকে চার লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।

এ সময় বন্দর উপজেলার মা হাসপাতালের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে সোনারগাঁও উপজেলায় ইটের পরিমাপে কম দেওয়া ও অবৈধ প্রক্রিয়ায় ইট তৈরির দায়ে এ বি এম এন্টারপ্রাইজকে দুই লাখ টাকা, মেসার্স শুভ অটো ব্রিকসকে এক লাখ ৫০ হাজার এবং বন্দর উপজেলায় মেসার্স এম আরবি ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা ও সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা এবং বাজার কর্মকর্তার প্রতিনিধি ও জেলা ক্যাবের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet