ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাজে যাওয়ার পথে প্রাণ গেল ৩ নারী শ্রমিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
কাজে যাওয়ার পথে প্রাণ গেল ৩ নারী শ্রমিকের

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের চাপায় বাদশা পাইওনিয়ার কোম্পানি লিমিটেডের তিন নারী শ্রমিক নিহত হয়েছেন।  

শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তিনজন হলেন বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে উর্মি আক্তার, নবীগঞ্জ উপজেলার জন্তুরি গ্রামের কাইয়ুম উল্লাহ মেয়ে দিলারা বেগম ও বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার।  

পুলিশ জানায়, সকালে শ্রমিকরা কোম্পানির কাজে যোগ দিতে টমটম নিয়ে রওয়ানা দেন। শাহজিবাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস টমটমকে ধাক্কা দেয়। এতে টমটম উল্টে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুইজন নারী শ্রমিক মারা যান। এছাড়া আহত একজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।  

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।