ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আগুন পোহাতে গিয়ে দগ্ধ অন্তঃসত্ত্বার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
আগুন পোহাতে গিয়ে দগ্ধ অন্তঃসত্ত্বার মৃত্যু

রংপুর: খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাকালে দগ্ধ হয়ে রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুল্লি বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ।

নিহত বুল্লি বেগম দিনাজপুরের ফুলবাড়ির বাসিন্দা। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।  

রংপুর বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আগুন পোহাতে গিয়ে দগ্ধ মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। তাদের শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। ডিসেম্বরের শুরু থেকে এ পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুল্লি বেগমসহ তিন নারীর মৃত্যু হয়েছে।

ডা. আব্দুল হামিদ পলাশ জানান, শরীরের ৮০ শতাংশ পোড়া নিয়ে ভর্তি হন বুল্লি বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারী। ভর্তির কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।