ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৫ কোটি টাকার মাদক রেখে মিয়ানমারে পালালো পাচারকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
৫ কোটি টাকার মাদক রেখে মিয়ানমারে পালালো পাচারকারী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীরে ১ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবা ফেলে পালিয়েছে এক পাচারকারী।

বুধবার (১১ জানুয়ারি) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের সম্মানঘাটস্থ নাফনদীর তীরে এ অভিযান চালানো হয়।

উদ্ধার মাদকের সম্ভাব্য মূল্য মূল্য ৫ কোটি ৬৭ হাজার টাকা।  

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বিজিবির টহল দল নাফ নদীতে টহল দিচ্ছিল। এ সময় মিয়ানমারের ওদিক থেকে এক ব্যক্তিকে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা দাঁড়ানোর সংকেত দেয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে তার হাতে থাকা পোটলা (ব্যাগ) ফেলে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ১ কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ৫ কোটি ৬৭ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।