ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে বাসচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
টঙ্গীতে বাসচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর প্রতীকী ছবি

ঢাকা: গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় বাসচাপায় অন্তরা আক্তার (১৯) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে অন্তরাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকত অন্তরা। তার বাবার নাম মো. বাবু। দুই বোনের মধ্যে সে বড়। স্থানীয় সাহাজউদ্দিন স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।

অন্তরাকে হাসপাতালে নিয়ে আসা তারা মামা মো. রাসেল হোসেন ও বান্ধবীরা জানান, সকালে কোচিং থেকে বাসায় ফেরে অন্তরা। এরপর আবার এক বান্ধবীর বাসায় যাচ্ছিল। কলেজ গেটে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। সেখান থেকে উদ্ধার করে তাকে প্রথমে টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে অন্তরাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এজেডএস/এসএএইচ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।