ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাবির ভিসিকে অভিনন্দন জানালো জাতীয় মানবাধিকার কমিশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
ঢাবির ভিসিকে অভিনন্দন জানালো জাতীয় মানবাধিকার কমিশন

ঢাকা: প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে অঙ্কিতা ইসলামকে এমবিএ’তে ভর্তি এবং বিনা খরচে পড়ার সুযোগ দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

বুধবার (১১ জানুয়ারি) এক আধা সরকারি পত্র দিয়ে এ অভিনন্দন জানানো হয়।

অঙ্কিতার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নান্দুরিয়ায়। তিনি করোটিয়ায় সরকারি সা’দত কলেজ থেকে গণিতে স্নাতক করেছিলেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএতে ভর্তির সার্কুলার দেওয়া হয়। সে অনুযায়ী তিনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন।

মানবাধিকার কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কমিশনের চেয়ারম্যান মনে করেন, জন্মগ্রহণের বিচারে সম্পূর্ণ নির্দোষ এমন অসহায়, সুবিধাবঞ্চিত ও নিগৃহীত মানুষের মানবাধিকার সংরক্ষণে এবং তাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি আমাদের সবারই দায়িত্ব রয়েছে।

কমিশন বিশ্বাস করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশংসনীয় দৃষ্টান্ত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুসরণীয় হবে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।