ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাটার উঁচু করতেই মিলল দোকানির ঝুলন্ত দেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
শাটার উঁচু করতেই মিলল দোকানির ঝুলন্ত দেহ

যশোর: যশোরের বাঘারপাড়ায় অমল অধিকারী (৫০) নামে এক চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

তবে এটা কী হত্যা, নাকি আত্মহত্যা- তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত অমল অধিকারী নারিকেলবাড়িয়া বাজারের দাসপাড়ার মৃত রণজিৎ অধিকারীর ছেলে।  

নিহতের স্বজন ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে নিজ দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অমল। পরবর্তীতে প্রয়োজনে বাড়ি থেকে একাধিকবার তার মোবাইলে কল করা হয়। কিন্তু কল রিসিভ না করায় পৌনে ৯টার দিকে অমলের ভাই শিমুল দোকানে আসেন। এ সময় তিনি দোকানের শাটার বন্ধ দেখেন এবং ভেতরে মোবাইলের রিং বাজতে শোনেন। তাৎক্ষণিক শিমুল শাটার উঁচু করে দেখেন, দোকান ঘরের আড়ায় রশিতে ঝুলছে ফাঁস লাগানো অমলের নিথর দেহ।

এ সময় শিমুলের ডাক-চিৎকার শুনে বাজারের লোকজন ছুটে আসেন এবং বিষয়টি পুলিশকে জানান।  

বাজারের ব্যবসায়ীরা জানান, অমল অধিকারী সহজ-সরল ও রসিক মনের মানুষ। তার এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।  

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
ইউজি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।