ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধে মানববন্ধন মানববন্ধন

বরিশাল: সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধ ও ভাঙন কবলিত মানুষের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠির মগড় ইউনিয়নে বাসিন্দারা।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে নগরের অশ্বিনী কুমার হল চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় তাদের সঙ্গে একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন বাসদ জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন বেড়েছে। তাই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ মগড় ইউনিয়ন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানবন্ধনে অংশগ্রহণকারীরা।

মানবন্ধনে বরিশাল জেলা বাসদের সদস্য সচীব ডা. মনীষা চক্রবর্তী বলেন, আমাদের বিশ্বাস সরকার দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি নদী ভাঙন রক্ষায়ও ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।