ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ২ আটকরা

ঢাকা: বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে চক্রের মূলহোতাসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, ফাঁকা চেকসহ জালিয়াতির কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- চক্রের মূলহোতা নুর আলম (৬০) ও ওয়াজিয়ার রহমান ওরফে বাবুল (৫২)।

র‌্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বলেন, আটকরা বিভিন্ন বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিতো এবং দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। চক্রটি জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া ও নকল কাগজপত্র, ভুয়া নিয়োগপত্র তৈরি করে কাছে রাখতো। পরবর্তীতে উচ্চ বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানের বেকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে সেসব ভুয়া নিয়োগপত্র দিতো।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।