ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ইটনায় ৩০ কেজি গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৫:২৬ পিএম, জানুয়ারি ১৩, ২০২৩
ইটনায় ৩০ কেজি গাঁজাসহ আটক ৩

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা সদরের জেটিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দজনগর এলাকার মৃত আব্দুল মজিদ ভূঁইয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩৮), একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী মোছা. লুৎফা আক্তার (৩৬) ও মলুগ্রাম এলাকার হেলাল মিয়ার স্ত্রী আসমা আক্তার (৩৪)।  

জানা গেছে, সকালে উপজেলা সদরের জেটিঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিলেন ইটনা থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা। এ সময় বাবুল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় মাদককারবারি জসিম, লুৎফা ও আসমাকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা তিনটি ব্যাগ তল্লাশি করে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইটনা থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এসআরএস

বাংলাদেশ সময়: ৫:২৬ পিএম, জানুয়ারি ১৩, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।