ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের সালথায় মেয়ে-জামাইয়ের বাড়ি বেড়াতে এসে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বড়ু খাতুন (৮১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

দগ্ধ হওয়ার একদিন পর শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

নিহত বড়ু খাতুন উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা উত্তরপাড়া গ্রামের মৃত জলিল মোল্যার স্ত্রী।

নিহতের ছেলে আবুল খায়ের মোল্যা জানান, তার মা বড়ু খাতুন কয়েকদিন আগে পার্শ্ববর্তী রামকান্তপুর ইউনিয়নের নিধুপট্টি গ্রামে বোনজামাই মো. সানোয়ার মোল্যার বাড়ি বেড়াতে যান। বৃস্পতিবার (১২ জানুয়ারি) সকালে নাস্তা খেয়ে শীত বেশি লাগলে রান্নার চুলার পাড়ে আগুন পোহাতে বসেন। এ সময় পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে তার শরীরের বেশিরভাগ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।