ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এসএমপির এয়ারপোর্ট থানায় নতুন ওসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এসএমপির এয়ারপোর্ট থানায় নতুন ওসি মঈন উদ্দিন সিপন

সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পেয়েছেন মঈন উদ্দিন সিপন। তিনি একই থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

 

এর আগে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর ও ছাতক, মৌলভীবাজারের কুলাউড়া ও এসএমপির মোগলাবাজার থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা খান মো. মাইনুল জাকিরকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদ্বীপ দাস শুক্রবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মঈন উদ্দিন সিপনকে পদায়ন করা হয়েছে। সেই সঙ্গে খান মো. মাইনুল জাকিরকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩

এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।