ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

ইটভাটার শীতার্তদের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
ইটভাটার শীতার্তদের কম্বল বিতরণ

ঢাকা: নবাবগঞ্জের ভাউয়ালিয়া গ্রামের ইটভাটার শীতার্ত পরিবারের মাঝে বাংলাদেশ ভলান্টিয়ার্স অর্গানাইজেশনের (বিভিও) উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে ৭০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিভিও’র প্রেসিডেন্ট হামিম আহসান বলেন, আমরা প্রতি বছরই অসহায় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করি। ধারাবাহিকতা বজায় রেখে এবার ইটভাটার এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি।

সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট সোলাইমান ইসলাম নিশাদ বলেন, ধন্যবাদ জানাচ্ছি সেই সব মানুষদের, যাদের সহযোগিতায় ‘বিভিও’র শীতের উপহার-২০২৩’ ইভেন্টটি সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি।

এ সময় উপস্থিত ছিলেন বিভিও’র জেনারেল সেক্রেটারি সোহানুল ইসলাম শাওন, ম্যানেজার ফারসিদ উল ইসলাম, উপদেষ্টা রিফা তাসনিয়া। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য আবু হানিফ সৌরভ, নিহাদ চৌধুরী, আতিকুর রহমান অমিসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।