ঢাকা: ৫০০ গরিব-দুঃখীর মধ্যে কম্বল ও খাদ্য বিতরণ করেছে কিংশুক বহুমুখী সমবায় সমিতি।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-২ নম্বর কিংশুক টাওয়ারের প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কম্বল ও খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিংশুক বহুমুখী সমবায় সমিতির সভাপতি নাজমুল আলম ভূঁইয়া জুয়েল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিংশুক বহুমুখী সমবায় সমিতির সম্পাদক মো. শরিফ উজ্জামান।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক মো. আহসান কবির ও যুগ্ম নিবন্ধক শেখ কামাল হোসেন।
কিংশুক বহুমুখী সমবায় সমিতির সভাপতি নাজমুল আলম ভূঁইয়া জুয়েল বলেন, কিংশুক বহুমুখী সমবায় সমিতি প্রতি বছরই গরিব ও দুঃখীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন।
তিনি আরও বলেন, গরিব-দুঃখীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করার ফলে তাদের কিছুটা হলেও দুঃখ-কষ্ট লাগব হবে। কিংশুকের পাশাপাশি সর্বস্তরের বিত্তবান বা যে কোন প্রতিষ্ঠানকে গরিব-দুঃখীদের সাহাযার্থে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, কিংশুক বহুমুখী সমবায় সমিতি যেভাবে গরিব-দুঃখীদের মাঝে শতীবস্ত্র ও খাদ্য বিতরণে এগিয়ে এসেছেন তা সত্যিই প্রশংসনীয়। তাছাড়া কিংশুকের সার্বিক কার্যক্রম সমবায় অঙ্গনে একটা রোল মডেল হয়ে থাকবে এবং জাতির পিতার স্বপ্ন পূরণ অনেক ধাপ এগিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এমএমআই/জেএইচ