ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় পাসপোর্ট অফিসে অভিযান, ৪ দালাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
বরগুনায় পাসপোর্ট অফিসে অভিযান, ৪ দালাল আটক

বরগুনা: বরগুনা জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের দোকানে বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল পৌনে তিনটার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল তাদের আটক করে।

আটকরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হদুয়া গ্রামের বাসিন্দা মিরাজ মোল্লা (৩৫), পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের মাদারতলী গ্রামের জাকির হোসেন, সদরের লাকুরতলা গ্রামের তারিকুল ইসলাম ও পৌর শহেরর বালিকা বিদ‍্যালয় সড়কের বিজন কুমার ঘোষ।

জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম খান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাসপোর্ট দালাল নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।