ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
রংপুরে আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার 

রংপুর: রংপুরে আগ্নেয়াস্ত্রসহ হানিফুর রহমান সৈকত (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ।  

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।

গ্রেফতার হানিফুর রহমান সৈকত নগরীর কামালকাছনা এলাকার মৃত আব্দুল মোনেমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কামালকাছনা এলাকার বাড়িতে অভিযান চালিয়ে সৈকতকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে থেকে একটি ম্যাগাজিন ও এক রাউন্ড কার্তুজসহ ইউএসএ’র তৈরি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া ওই বাড়ি থেকে আরও উদ্ধার করা হয় একটি ট্যাটা, একটি এসএস পাইপ ও লোহার রড।

উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, সৈকতের সঙ্গে নগরীর বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠির যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।