ঢাকা: রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী এলাকায় সড়ক দুর্ঘটনায় বাইকে থাকা আশিকুর রহমান (২৬) নামে এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ত্রিমোহনী স্টাফ কোয়ার্টার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে বাইক চালিয়ে যাওয়ার সময় ত্রিমোহনী স্টাফ কোয়ার্টার সড়কে একটি দ্রুতগামী সিএনজি মোটরসাইকেলের পাশ দিয়ে যাওয়ার সময় সেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা আশিক আহত হলে তাকে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
আরও জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেলে তার সঙ্গে এক চাচাতো ভাই ছিলেন। তবে তিনি সুস্থ আছেন। নিহত আশিক বনশ্রী এলাকার বাসিন্দা। পেশায় তেমন কিছু করত না। তবু বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প (এএসআই) মাসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি খিলগাঁও থানা এলাকায় পড়েছে। তবে সড়ক দুর্ঘটনার আহত যুবককে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এজেডএস/এসআইএ