ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্বশুর বাড়ি গিয়ে যুবকের মৃত্যু, পারিবারের দাবি হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
শ্বশুর বাড়ি গিয়ে যুবকের মৃত্যু, পারিবারের দাবি হত্যা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের ৫ মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে হারুনুর রশিদ ওরফে কসাই হারুন (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা।

 

হারুন লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ ইউনিয়নের চররুহিতা গ্রামের নবীগঞ্জ এলাকার মান্নানের ছেলে। সে পেশায় কসাই ছিল। রসুলগঞ্জ বাজারে মাংসের দোকান আছে তার।  

তবে হারুনের পরিবারের দাবি, স্ত্রীর পরকীয়ার জের ধরে শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে।  

পারিবার সূত্রে জানা যায়, প্রায় ৫ মাস আগে রায়পুরের চরবংশী ইউনিয়নের মুনছুরের মেয়ে বৈশাখী আক্তারের (১৬) সঙ্গে হারুনের পারিবারিকভাবে বিয়ে হয়। আড়াই মাস আগে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

হারুনের পরিবার হত্যার অভিযোগ তুলে বাংলানিউজকে বলেন, বিয়ের পর থেকে স্ত্রী বৈশাখী হারুনের সঙ্গে খারাপ আচরণ করতো। বৈশাখী ঠিকমতো সংসার করতো না। অন্য ছেলের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই ছিল।  

সোমবার (১৬ জানুয়ারি) রাতে হারুন তার শ্বশুর বাড়িতে ছোট শালিকা প্রিয়ার জন্মদিনের দাওয়াত খেতে যায়। সেখানে তার ভায়রা জুয়েলসহ শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া হয়। রাত ৩টার দিকে শ্বশুর বাড়ির লোকজন হারুনের পরিবারকে তার মৃত্যুর সংবাদ দেন।  

হারুনের পরিবারের অভিযোগ, হারুনকে তার ভায়রাসহ শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। হারুনের কপালে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় তারা। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন।  

জানতে চাইলে রায়পুরের হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, ঝুলন্ত অবস্থায় হারুনের মরদেহ তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে হারুনের ঝগড়া হয়েছে। এর জের ধরে হয়তো সে আত্মহত্যা করতে পারে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।