ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নীলফামারী: দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো বন্ধ করা, চাল-ডাল-তেলের দাম কমানো এবং সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে নীলফামারীর সৈয়দপুর শহরে শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান। সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য সচিব মো. শাহীন আকতার।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ, এম এ খালেক প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু।

বক্তারা সেখানে বলেন, অবৈধ সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার দরকার নেই। এই সরকার অবৈধ সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথায় কথায় আস্ফালন করেন খেলা হবে, খেলা হবে বলে। হাত পা বাঁধা মানুষ সাঁতার কাটতে পারে না। আমাদের বাধন খুলে দেখুন, খেলা কত প্রকার ও কি কি তা বুঝিয়ে দেওয়া হবে। মাঠে আসুন আমরাও খেলতে চাই।

এর আগে সৈয়দপুর বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।