ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে দুই ইটভাটাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
পঞ্চগড়ে দুই ইটভাটাকে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা দুই ইটভাটা প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।  

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মন্যাপাড়া ও ভাসাইন নগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা প্রশাসন পঞ্চগড়ের উপস্থিতে তাদের জরিমানা করেন অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।  

অভিযানে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর সংশোধিত ২০১৯ আইন ১৫(১২(২), ১৮(২) ধারা অনুযায়ী বি বি ব্রিকসের মালিককে ৫ লাখ ও এমএম এল ব্রিকসের মালিককে ৫০ হাজারসহ মোট সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট না পোড়ানোর দায়ে জরিমানার পাশাপাশি বি বি ব্রিকসের ভাটার একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়।  

অভিযানকালে পঞ্চগড় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ফজলে রাব্বীসহ পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।