ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রাকে থাকা গাছের গুঁড়ির নিচে পড়ে শ্রমিক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
ট্রাকে থাকা গাছের গুঁড়ির নিচে পড়ে শ্রমিক নিহত 

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লায় ট্রাকে থাকা গাছের গুঁড়ির নিচে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

 

বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রশিদ (৫৫)। তার বাড়ি বগুড়ার চান্দাইকোনায়।

আহত শ্রমিকরা জানান, নাটিয়াপাড়া থেকে ট্রাকে গাছের গুঁড়ি নিয়ে বগুড়ার চান্দাইকোনা যাচ্ছিল ট্রাকটি। এদিকে সল্লা বাসস্ট্যান্ড পার হচ্ছিল একটি ড্রাম ট্রাক। ড্রামট্রাকটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় গুঁড়ি ভর্তি ট্রাকটি। এসময় গুঁড়ির নিচে চাপা পড়ে রশিদ ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও দুই শ্রমিক।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।