ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২, ১৮ এপ্রিল ২০২৫, ১৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
সৈয়দপুরে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা 

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজালবিরোধী অভিযানে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নোংরা, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি এবং বাজারজাত করার অভিযোগে কামারপুকুর খিয়ারজুম্মা এলাকায় হামিম বেকারির স্বত্ত্বাধিকারী মাসুদকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।

এবং ওই সময় অস্বাস্থকর ১০ ড্রাম ভোজ্যতেল ফেলে বিনষ্ট করা হয়।  

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক সামসুল আলম।  

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন।  

জানা গেছে, গোপন সংবাদে কামারপুকুর ইউপির খেয়ারজুম্মা এলাকায় হামিম বেকারি নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দীর্ঘদিন থেকে নোংরা, অস্বাস্থ্যকর ও অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে নিম্নমানের উপকরণ ব্যবহার করে বেকারিটিতে খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। এরই দায়ে প্রতিষ্ঠানের মালিক মাসুদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বিষয়টি নিশ্চিত করে সামসুল আলম বলেন, বাজার তদারকি ও ভেজালবিরোধী কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ