ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আইপিএসে বাংলাদেশকে পাশে চায় ফ্রান্স

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
আইপিএসে বাংলাদেশকে পাশে চায় ফ্রান্স

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের ইন্দো-প্যাসিফিক কৌশলে (আইপিএস) বাংলাদেশকে পাশে চায় ফ্রান্স।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকায় এক বৈঠক শেষে ফ্রান্সের পক্ষ থেকে এ বার্তা দেওয়া হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ) কাজী রাসেল পারভেজ। আর ফ্রান্সের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-বিষয়ক পরিচালক ব্রেটন লোর্থলারি।

বৈঠক শেষে ব্রেটন লোর্থলারি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) ইতোমধ্যেই ঘোষণা করেছে। ফ্রান্স এ বিষয়ে গত বছর বিশেষ দায়িত্বও পালন করেছে। নিরাপত্তা, প্রতিরক্ষা খাত, জলবায়ু পরিবর্তনে সহযোগিতা ও সমুদ্রে অবৈধ মাছ ধরা প্রতিরোধে ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশকে পাশে চায় ফ্রান্স। আমরা এই কৌশলে বাংলাদেশকে স্বাগত জানাই।

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে নানা খাতে সহযোগিতা বাড়ছে। আগামী দিনেও দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়বে বলে প্রত্যাশা করেন ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-বিষয়ক পরিচালক।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।