ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শেখ কামাল যুব গেমসে বালকে ফেনী, বালিকায় রাঙামাটি চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
শেখ কামাল যুব গেমসে বালকে ফেনী, বালিকায় রাঙামাটি চ্যাম্পিয়ন

ফেনী: শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস বিভাগীয় পর্যায়ের অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে ফেনী এবং মেয়েদের বিভাগে রাঙামাটি জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

টুর্নামেন্টে ছেলেদের খেলায় চাঁদপুর জেলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ফেনী জেলা ফুটবল দল। মেয়েদের খেলায় চট্টগ্রামকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি জেলা দল।

স্মার্ট বাংলাদেশ গড়তে খেলা একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, জাতি এবং রাষ্ট্র গঠনের অন্যতম উপায় খেলাধুলা। এ অন্বেষণের মাধ্যমে মেসি-নেইমারদের মতো খেলোয়াড় উঠে আসতে পারে। সমাজকে মাদকমুক্ত করতে খেলার ভূমিকা রয়েছে। সরকারের স্মার্ট বাংলাদেশ গড়তে খেলাও একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, বিভাগীয় এ টুর্নামেন্টের আয়োজক হতে পেরে ফেনী অত্যন্ত ভাগ্যবান। এ টুর্নামেন্টে খেলে বিভিন্ন জেলা দল থেকে উঠে এসে একদিন তারা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের পরিচালনায় অনুষ্ঠানে ক্রীড়া সংস্থা ও বিভিন্ন জেলা দলের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।