ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইাহজারে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জিহাদ হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমলকান্দি এলাকার আলমগীর হোসেনের ছেলে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি দুমড়েমুচরে যায়। এতে পিকআপের সামনে বসা জিহাদ হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।