ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ব্রিজের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা, ২ কলেজছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
ব্রিজের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা, ২ কলেজছাত্র নিহত ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই কলেজছাত্র নিহত হয়েছেন।  

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ডুমনী এলাকায় পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার সোলায়মান হোসেনের ছেলে সিয়াম ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বাহাদিয়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে শাকিল হোসেন।  

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, সকালে দুটি মোটরসাইকেলে করে তারা সাতজন শ্রীপুরে আসেন খেজুরের রস খাওয়ার জন্য। একটি মোটরসাইকেলে তিনজন ও অপরটিতে চারজন ছিল। এক পর্যায়ে চারজন থাকা মোটরসাইকেলটি পাগলা ব্রিজে পৌঁছালে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা চারজনের মধ্যে সিয়াম ও শাকিলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা বাকি দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহত দুজন গাজীপুরের একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। আহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।