ঝালকাঠি: ‘দয়া নয় কর্ম চাই, বাঁচার মত বাচতে চাই’ শ্লোগানে ঝালকাঠিতে সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঝালকাঠি জেলা শাখা।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানবন্ধন বক্তব্য দেন, যুব অধিকার পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, গণঅধিকার পরিষদ ঝালকাঠি শাখার যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম মহারাজ, যুব অধিকার ঝালকাঠি শাখার সাধারণ সম্পাদক সজিব তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম, সহ-সভাপতি কামরুল ইসলাম বিশ্বাস, নলছিটি শাখার সভাপতি মোল্লা মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের ঘোষিত সাত দফা দাবি মধ্যে রয়েছে কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রতি বছর অন্তত ২৫ লাখ কর্মসংস্থান তৈরি, চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু, আবেদন ফি, ঘুষ, প্রভাবশালীর রেফারেন্স, জামানত, বয়সসীমা মুক্ত চাকুরি ব্যবস্থা, সরকারি বেসরকারি সকল বৈষম্য দুর, ইউনিয়ন ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় উৎপাদন উপযোগী জনশক্তি তৈরি করতে হবে। এ সকল দাবি সমূহ বাস্তবায়ন করতে হবে আর তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসএম