ফরিদপুর: ফরিদপুরে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা শহরের ধলার মোড় এলাকায় এ উৎসব শুরু হয়।
এ মেলার আয়োজন করেছে জেলার ডিগ্রীরচর ইউনিয়ন পরিষদ (ইউপি)।
এদিন বিকেল থেকে মেলা প্রাঙ্গণে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন বয়সী মানুষদের আগমনে মেলা প্রাঙ্গণ জমজমাট রূপ নেয়।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে ডিগ্রীরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তুহিন লস্কর, ডিগ্রীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু ফকির প্রমুখ।
এক সংক্ষিপ্ত বক্তব্যে এ সময় বক্তারা বলেন, পিঠামেলা বাঙালির ঐতিহ্য। এখানে পিঠা মেলার মাধ্যমে সংস্কৃতির আদান প্রদান সৃষ্টি হয়েছে।
বক্তারা আশা করেন, এখন থেকে নিয়মিত এ পিঠা মেলা অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এ মেলা আগামীকাল শনিবার (২১ জানুয়ারি) সমাপ্ত হবে।
এদিকে এ মেলায় বিভিন্ন রকম পিঠার মধ্যে চিতাই, পুলি, জিলাপি, ভাপা, পাটিসাপটা, রুটি পিঠা ইত্যাদি বিক্রি হতে দেখা গেছে। তাছাড়া এখানকার দুইটি স্টলে খিচুড়ি ও গোশত বিক্রি হতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসআরএস