ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প-ওষুধ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
রাজাপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প-ওষুধ বিতরণ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে দক্ষিন বাঘড়ি হাওলাদার বাড়িতে  ফ্রি ডেন্টাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। আলহাজ্ব সাহেদ হালিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

 

শনিবার (২১ জানুয়ারি) দিনব্যাপী চিকিৎসাসেবা দিয়েছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. জাকির আহমেদ শাহীন।  

এ ক্যাম্পে সহযোগিতায় ছিলেন, মেডিকেল টেকনোলজিষ্ট ডেন্টাল মো. আ. কাদের পলাশ, মো. সোহেল, মো. বাবুল, মো. সেলিম ও মো. কামাল প্রমুখ।  

সার্বিক ব্যবস্থপনা করছেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ার আহমেদ লিটন ও সাদমান আহমেদ অমিও।  

ডা. জাকির আহমেদ শাহীন জানান, তার নিজ গ্রাম বাগড়ি গ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানের ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে দাঁতের নানা রোগের চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। শিশু-বৃদ্ধসহ সবাইকে সকাল থেকে বিকেল পর্যন্ত এ সেবা দেওয়া হয়। এ সেবা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।