ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাচার কোদালের আঘাতে প্রাণ গেল ভাতিজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
চাচার কোদালের আঘাতে প্রাণ গেল ভাতিজার

রংপুর: রংপুরের পীরগ‌ঞ্জে জমির আইল কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচার কোদা‌লের আঘা‌তে ভা‌তিজার মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বিকেল ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত ভাতিজার নাম বেলাল হোসেন। তিনি পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কাটাদুয়ার (মাজার পাড়া) গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে জমিতে আইল কাটতে যান তাজুল ইসলাম। এতে বাধা দিলে ভাতিজা বেলালের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে বেলালকে হাতের কোদাল দিয়ে আঘাত করেন চাচা তাজুল ইসলাম। এতে গুরুতর আহত বেলালকে প্রথমে স্থানীয় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

সহাকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।