ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
গোপালগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকায় ট্রাকচাপায় রাজু শেখ (২৪) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার (২২ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু খুলনা জেলার তেরখাদা উপজেলার হাতিশুড়া গ্রামের আকুব্বর শেখের ছেলে। তিনি গোপালগঞ্জ জেলা শহরে অবস্থান করে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গণেশ বিশ্বাস জানান, সকালে ভ্যান চালিয়ে ঘোনাপাড়া থেকে শহরের মান্দারতলা এলাকায় যাচ্ছিলেন রাজু।

পথে ভ্যানটি তেঘরিয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক রাজুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজু নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।