ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থী নিহত: বাসচালক-হেলাপারের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
শিক্ষার্থী নিহত: বাসচালক-হেলাপারের বিরুদ্ধে মামলা

ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) ভাটারা থানায় মামলাটি দায়ের করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম।

মামলায় ভিক্টর পরিবহনের ওই বাসটির অজ্ঞাতপরিচয় চালক ও হেলপারকে আসামি করা হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান জানান, ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে বাসটির সামনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন নাদিয়া। এ ঘটনায় নাদিয়ার বাবা একটি হয়ে মামলা করেছেন।  

অজ্ঞাত সেই বাসচালক ও হেলপারকে শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
পিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।