ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জহিরুল ইসলামকে (৬৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৩ জানুয়ারি) ভোরে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জহিরুল নাগরপুর উপজেলার মীর কুটিয়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ২০১৩ সালের টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় আউয়াল নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই বছরের ১ আগস্ট মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বাদী হয়ে হত্যা মামলায় জহিরুলকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক জহিরুলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলা চলাকালে জহিরুল পলাতক ছিলেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে জহিরুলকে আটক করা হয়। পরে সোমবার সকালে জহিরুলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।