ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে কম্বল নিয়ে এতিমখানায় ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
ফরিদপুরে কম্বল নিয়ে এতিমখানায় ইউএনও

ফরিদপুর: ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় শীতার্ত দরিদ্র, অসহায় ও এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

রোববার (২২ জানুয়ারি) রাতে ঘুরে ঘুরে উপজেলার সাতৈর ইউনিয়নের শিবানন্দপুর ও ওই ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘরের বাসিন্দাদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন।

এছাড়া বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে ও একই ইউনিয়নের সোতাশী গ্রামের সোতাশী মারকাজ মাদরাসার এতিমদের কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।