ঢাকা: নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেফতারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ন (র্যাব)।
তাদের কাছ থেকে পার্বত্য অঞ্চলে সামরিক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর ভিডিও কন্টেন্ট উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেফতার জঙ্গি সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য নিয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এসজেএ/এমএমজেড