ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যানজট নিরসনের দাবিতে নওগাঁয় ব্যবসায়ী পরিষদের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
যানজট নিরসনের দাবিতে নওগাঁয় ব্যবসায়ী পরিষদের সংবাদ সম্মেলন

নওগাঁ: নওগাঁ শহরকে যানজট মুক্ত করা, সড়ক সংস্কার ও শহরের ভিতরে অবৈধ তিন চাকার বাহন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা  ব্যবসায়ী পরিষদ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু বলেন, শহরের ভেতরে পুরাতন সোনালী ব্যাংক রোড, সুপারি পট্টি, কাপড় পট্টি, তুলাপট্টি, ইসলামপুর রোডসহ বেশ কিছু রাস্তা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট মহলের উদাসীনতায় রীতিমতো শহরবাসী হতবাক।

এছাড়া শহরের ভেতরে ব্যাটারিচালিত রিকশা ভ্যান যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানো নামানোর ফলে সকাল থেকে রাত পর্যন্ত শহরে যানজট লেগে থাকে। কিন্তু এসব বিষয়ে প্রশাসনের তেমন কনো নজর নেই। সংবাদ সম্মেলনে এসব সমাধানের জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভুমিকা পালনের জন্য আহ্বান জানানো হচ্ছে।

সম্মেলনে সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. নজরুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।