ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

পলাশে ট্রলিচাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
পলাশে ট্রলিচাপায় শ্রমিক নিহত প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর পলাশে শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিচাপায় হাবিব মিয়া (১৭) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাবিব শিমুলিয়ারটেক আবাসন প্রকল্পের বাসিন্দা বুলু মিয়ার ছেলে।  

স্থানীয় ওয়ার্ড মেম্বার রেজাউল করিম টিটু জানান, সকালে আবাসন প্রকল্প এলাকার বাসা থেকে মতিন মিয়ার মালিকানাধীন একটি ইট বহণকারী ট্রলিতে কাজ করতে যায় হাবিব। পরে ডাঙ্গার গালিমপুর এলাকার একটি ভাটা থেকে ওই ট্রলিতে ইটবোঝাই করা হয়। পরে দুপুরের দিকে ইট নিয়ে ট্রলিটি ঘোড়াশালে আসছিল। পথে ভিরিন্দা সড়কে এলে ট্রলিটিতে বোঝাই ইটের ওপর বসে থাকা অবস্থা থেকে নিচে পড়ে যায় হাবিব। এ সময় ট্রলিটির চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে আবাসন প্রকল্পে নিয়ে আসেন।  

ট্রলির মালিক মতিন বলেন, গালিমপুরের ইটভাটা থেকে ঘোড়াশালে আসার উদ্দেশে ইটবোঝাই করেন চালক তোফাজ্জল। পথে ট্রলির ওপর থেকে পিছলে নিচে পড়ে হাবিব নিহত হয়।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, নিহত হাবিবেব পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।