ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরীরে স্কচটেপ পেঁচানো ৪ কেজি গাঁজা, গ্রেফতার দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
শরীরে স্কচটেপ পেঁচানো ৪ কেজি গাঁজা, গ্রেফতার দুই

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অভিযান চালিয়ে শরীরে স্কচটেপ পেঁচানো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কটিয়াদী উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নন্দীপুর গ্রামের হযরত আলীর ছেলে ফরিদ (৩২) ও একই উপজেলার কামাইরা চৌরাস্তা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মুনসুর আলী (২১)।  

কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।  
 
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কটিয়াদী উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশের রাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা। অভিযানে মাদক কারবারি ফরিদ ও মুনসুর আলীকে আটক করা হয়। পরে তাদের শরীরে স্কচটেপ পেঁচানো অবস্থায় ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।