ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সচিবের পদমর্যাদা পেলেন মনিরুলসহ দুই অতিরিক্ত আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
সচিবের পদমর্যাদা পেলেন মনিরুলসহ দুই অতিরিক্ত আইজিপি ফাইল ফটো

ঢাকা: পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে সচিব পদ মর্যাদায় গ্রেড-১ হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।

বুধবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখা থেকে জারি করা উপ-সচিব মো. আলমগীর কবিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ৩১ অক্টোবর জননিরাপত্তা বিভাগের এক স্মারকে জানানো যাচ্ছে যে, সুপিরিয়ন সিলেকশন বোর্ডের ২০২৩ সালের ২২ জানুয়ারি তারিখের সভার (২০২৩ সালের প্রথম) নিম্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ২৪ জানুয়ারি সময় অনুমোদন করেছেন।

সুপারিশের সিদ্ধান্ত অনুযায়ী, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-১ পদে এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিতে সুপারিশ করে।

এদিকে পৃথক এক প্রজ্ঞাপনে পুলিশের চার উপ- মহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।