ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু 

গাজীপুর: হত্যা মামলায় গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

নিহত হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পাবদা এলাকার সোহরাব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩০)। ওই কারাগারে তার কয়েদি নং-৪৯৭৬এ।  

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন নজরুল ইসলাম। এ সময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  

তার বিরুদ্ধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার মামলা নং ২০(১)১৭, ধারা-৩৬৪৩০২২০১ দণ্ডবিধি মামলা রুজু ছিল।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
আরএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।