ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

স্কুল-কলেজ পরিদর্শনের নির্দেশ ডিসিদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, জানুয়ারি ২৬, ২০২৩
স্কুল-কলেজ পরিদর্শনের নির্দেশ ডিসিদের

ঢাকা: পড়ালেখার মান ভালো করতে জেলা প্রশাসকদের সংশ্লিষ্ট জেলার স্কুল, কলেজ ও মাদরাসা পরিদর্শনের জন্য নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।  

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী ডিসিদের ২৫টি নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এর বাইরেও আমরা অনেকগুলো দিকনির্দেশনা দিয়েছি।  

‘সেক্ষেত্রে যাতে আমাদের স্কুলগুলোতে ডিসিরা একটু ভিজিট করেন, স্কুলের লেখাপড়ার মানটা যাতে ভালো হয়; প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসাগুলোতে। আমরা আজকে বলেছি যাতে করে সেখানে যান এবং ডিসিরা এ ব্যাপারটা খেয়াল করেন। ’

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।