ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ২০০ লিটার মদসহ নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
কটিয়াদীতে ২০০ লিটার মদসহ নারী গ্রেফতার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি ২০০ লিটার চোলাই মদসহ মোছা. শিরিন (৪০) নামে নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার চরিয়াকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।  
 
মোছা. শিরিন (৪০) ওই এলাকার মো. হাবিবুর রহনান ওরফে হাবিব ডাকাত এর স্ত্রী।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার চরিয়াকোনা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা। অভিযানে মোছা. শিরিন নামে মাদক কারবারিকে গ্রেতার করা হয়। পরে তার বসতঘর থেকে তিনটি নীল ড্রামের ভিতর রাখা দেশীয় তৈরি ২০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

এ প্রসঙ্গে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন বাংলানিউজকে জানান, ২০০ লিটার চোলাই মদসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।