ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাঁচ কোটি টাকার গার্মেন্টস পণ্যসহ গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট| | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
পাঁচ কোটি টাকার গার্মেন্টস পণ্যসহ গ্রেফতার ৭

ঢাকা: নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকা থেকে  প্রায় ৫ কোটি টাকা মূল্যের গার্মেন্টস পণ্যসহ সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।  

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি।

র‍্যাব-৪-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, নারায়ণগঞ্জের বন্দর থানার এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের গার্মেন্টস পণ্য জব্দ করা হয়। এ সময় সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে আটক হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে মিরপুর পাইকপাড়া র‍্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ০০.০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩

এমএমআই/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।